প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল ২৬ আগস্ট

প্রতীকী ছবি: প্রথম আলো

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল গুচ্ছের সমন্বিত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৬ আগস্ট।

দুটি গ্রুপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক-গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং খ-গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা হতে বেলা একটা ৪৫ মিনিট পর্যন্ত। এই বছর গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে আসন ৩০টি বাড়িয়ে ৩ হাজার ২৩১টি করা হয়েছে। এসব আসনে মধ্যে ২১টি আসন সংরক্ষিত থাকবে।

চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ভর্তিসংক্রান্ত তথ্য জানা যাবে।