বাংলাদেশ মিডিয়া ইনোভেশন পুরস্কার পেল চরকি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি ও প্রথম আলো ডিজিটালের হেড অব বিজনেস জাবেদ সুলতানপ্রথম আলো

বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস–২০২২ পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। বেস্ট ডিজিটাল ডাইভার্সিফিকেশন প্রজেক্ট ক্যাটাগরিতে চরকিকে এ পুরস্কার দিয়েছে দারাজ বাংলাদেশ। আজ মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস–২০২২’ অনুষ্ঠানে চরকিকে এ পুরস্কার দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

চরকির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি ও প্রথম আলো ডিজিটালের হেড অব বিজনেস জাবেদ সুলতান। এ সময় দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ সংবাদমাধ্যমকেও মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস দিয়েছে দারাজ বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘মিডিয়া যত বেশি শক্তিশালী হবে, দেশ তত বেশি ভালো থাকবে। শুধু সরকারের সমালোচনাই নয়, মিডিয়ার উচিত সরকারের ভালো দিকগুলোও তুলে ধরা। এ পুরস্কার আগামী দিনে ভালো কাজ করতে উৎসাহিত করবে।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রযুক্তি খাতেও ভালো করতে হবে। শুধু নিজেদের মধ্যে প্রতিযোগিতা করলেই হবে না। সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে যেতে হবে।’

মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইনোভেটিভ প্রিন্ট লেআউট), ঢাকা ট্রিবিউন (ইনোভেটিভ স্পেশাল সাপ্লিমেন্ট), আইস বিজনেস টাইমস (বেস্ট বিজনেস ম্যাগাজিন), আইস টুডে (বেস্ট লাইফস্টাইল ম্যাগাজিন), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (বেস্ট ইউজ অব ইনফোগ্রাফ), দৈনিক সমকাল (বেস্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন), দীপ্ত টিভি (বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া), দৈনিক যুগান্তর (বেস্ট কো-ব্র্যান্ডেড অনলাইন প্রজেক্ট), সময় টিভি (মোস্ট ইনোভেটিভ ডিজিটাল রিপোর্ট), ডিবিসি নিউজ (বেস্ট টিভি প্রোগ্রাম ফর ওমেন), দুরন্ত টিভি (বেস্ট টিভি প্রোগ্রাম কিডস), যমুনা টিভি (বেস্ট টিভি প্রোগ্রাম এন্টারটেইনমেন্ট), এটিএন বাংলা (বেস্ট টিভি প্রোগ্রাম লাইফস্টাইল), একাত্তর মিডিয়া লিমিটেড (বেস্ট টিভি প্রোগ্রাম স্পোর্টস), ইনডিপেনডেন্ট টিভি (বেস্ট কান্ট্রি ব্র্যান্ডিং প্রোগ্রাম) ও স্পেশাল রিকগনিশন ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, দৈনিক ইত্তেফাক ও ডেইলি স্টার।